ঢাকা | রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পতন থামছেনা শেয়ারবাজারে

পরপর দুইদিন পতনেই বন্দি রয়েছে শেয়ারবাজার।আজ ডিএসইর সব সূচকই কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিনের তুলনায় ৩৩ কোটি ২৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন ৪৫৩ কোটি ৮৮ লাখ টাকার হয়েছিল ।

ডিএসইতে আজ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৩৫৬টি প্রতিষ্ঠানের। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টির বা ২৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৮৩টির বা ৫২ শতাংশের এবং ৬৯টি বা ১৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আনন্দবাজার/তা.অ

সংবাদটি শেয়ার করুন