ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জুতা ও ব্যাগ রফতানিতে ৪% ভর্তুকি দিবে সরকার

সরকার সিনথেটিক ও ফেব্রিকসের মিশ্রণে তৈরি জুতা-ব্যাগ রফতানিতে বাড়তি ভর্তুকির ঘোষণা দিয়েছে । রপ্তানির নতুন বাজার সৃষ্টি ও সম্প্রসারণে চার শতাংশ হারে ভর্তুকি দেওয়ার ঘোষনা দিয়েছে সরকার।

বর্তমানে এ খাতের রপ্তানিকারকদের ১৫ শতাংশ করে নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। গতকাল বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সিনথেটিক এবং ফেব্রিকসের জুতা ও ব্যাগ রপ্তানিতে শুল্ক বন্ড, ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে ১৫ শতাংশ হারে নগদ প্রণোদনার সুবিধাটি অব্যাহত থাকবে। তবে পণ্যের নতুন রপ্তানি বাজার ধরতে ও সম্প্রসারণে পণ্য তৈরিতে ব্যবহৃত উপকরণ সংগ্রহে শুল্ক বন্ড, ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করা হলে চার শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন