বন্দরের পাশাপাশি বাংলাদেশের কৃষি,সামুদ্রিক খাবার, ওষুধ, গার্মেন্টস পণ্য,নির্মাণসামগ্রীসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।
গতকাল ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহরর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে বৈঠককালে এ আগ্রহের কথা বলেন। বৈঠক শেষে নৌ প্রতিমন্ত্রী এ তথ্য জানান। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণকাজের অগ্রগতি নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জানানো হয়, চট্টগ্রাম বন্দরে বে টার্মিনালের জন্য ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। তারপর চট্টগ্রাম বন্দরের বিস্তারিত প্রতিবেদন পাওয়ার পর ও সরকারের অনুমোদন সাপেক্ষে আগামী বছরের ফেব্রুয়ারিতে বন্দর কর্তৃপক্ষ ও সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষের মাঝে একটি চুক্তি স্বাক্ষরের কথা আছে। ফিজিবিলিটি স্টাডি চলাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করতে পারবে। যাতে সিঙ্গাপুর তাড়াতাড়ি তাদের প্রস্তাব জমা দিতে পারে।
আনন্দবাজার/এফআইবি