শুধু সাগরকে কেন্দ্র করে পরিপূর্ণ একটি বাণিজ্যিক অঞ্চল গড়ে উঠছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে। কয়েক বছর পূর্বেও পুরো অঞ্চল ছিল পরিত্যক্ত চরাঞ্চল এবং জলাভূমি। আবার কিছু কিছু ছিল সাগরের অংশ। আর সেখানেই কৃত্রিম উপায়ে সৃষ্ট সাড়ে ৩ হাজার একর নতুন এ ভূমির উপর গড়ে উঠছে ৩৬ হাজার কোটি টাকার বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি ১৭ হাজার কোটি টাকার গভীর সমুদ্র বন্দর। সেই সাথে আরো গড়ে উঠবে অন্যান্য শিল্প প্রতিষ্ঠান।
কিন্তু বিশাল এ অঞ্চল নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনা পাল্টে দিয়েছে পুরো এলাকার চিত্র। কোনো ধরনের জটিলতা ছাড়াই চলছে এ মেগা প্রকল্পের কাজ। ১৪ দশমিক ৫ কিলোমিটার এলাকা ড্রেজিংয়ের মাধ্যমে এই অঞ্চলে নতুন একটি নৌ পথও তৈরি করা হচ্ছে। অনেকটা যেন সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা হচ্ছে এই বাণিজ্যিক জোন।
মহেশখালীর মাতারবাড়ি ও ধলঘাট অংশে সাগরের বিশেষভাবে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে ভূমির কাঠামো। চলছে নানা রকমের স্থাপনা নির্মাণের কাজ। মূলত বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণের জন্য সাগর থেকে তোলা হয় বালি। আর এতেই ৩৬ হাজার কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। আর এই বিদ্যুৎ কেন্দ্রের ব্যাকআপ হিসাবে গড়ে উঠছে আরও অন্তত ৩০ হাজার কোটি টাকার নানা প্রকল্প। সে সাথে ৮ হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে নতুন কয়েকটি সড়ক।
আনন্দবাজার/এফআইবি