দাম বেড়েছে এলপি গ্যাসের। নিত্যপণ্যটি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। বিশ্ববাজারে পণ্যটির দাম বৃদ্ধির অযুহাতে হিসাবে দেখানো হলেও ব্যবসায়ীরা বলছেন,পূর্বের মজুত থেকে গ্যাস বিক্রিতে দাম বাড়ানোর যুক্তি নেই।
কিন্তু হঠাৎ করে দাম বাড়ার কারণে বিপাকে এলপি গ্যাস ব্যবহারকারীরা। মাসখানেক পূর্বেও খুলনায় কোম্পানি ভেদে গ্যাস সিলিন্ডার পাওয়া যেত ৮শ ৫০ থেকে ৯শ টাকায়। এখন তা ঠেকেছে ১১শ থেকে ১১শ ৪০ টাকা পর্যন্ত।
যশোরে দুই সপ্তাহের ব্যবধানে সিলিন্ডার প্রতি এলপি গ্যাসের দাম ২৫০ থেকে ৩শ টাকা বেড়ে দাড়িয়েছে ১ হাজার থেকে ১ হাজার দুশো টাকায়। শেরপুর, পঞ্চগড় এবং ঝিনাইদহে সিলিন্ডারের দাম বেড়েছে দেড়শ থেকে ২শ টাকা পর্যন্ত। সাধারণ ক্রেতাদের পাশাপাশি বিপাকে বাণিজ্যিক কাজে ব্যবহারকারীরাও।
নিত্যপণ্যের বাজারে অস্থিরতার মাঝে হঠাৎ এলপি গ্যাসের দাম বৃদ্ধি কষ্ট বাড়াচ্ছে সীমিত আয়ের মানুষের।
আনন্দবাজার/এফআইবি