ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪২৭

চীনে করোনাভাইরাসের প্রকোপে ক্রমাগত বেড়েই চলেছে মৃতের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে শুধু চীনেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে। এতে আক্রান্তের পরিমাণও ছাড়িয়েছে ২০ হাজার। এছাড়া বিশ্বের ২৭টি দেশে পাওয়া গেছে এই ভাইরাসের অস্তিত্ব।

হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, সেখানে আরও দুই হাজার ৩৪৫ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে করোনায় আক্রান্তের পরিমাণ ছাড়িয়েছে ২০ হাজার। ২৭টিরও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্ত দেড় শতাধিক। তাদের জরুরি ভিত্তিতে মাস্ক, প্রটেক্টিভ স্যুট এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী প্রয়োজন।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে বিশ্ববাসীকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে যুক্তরাষ্ট্র করোনাভাইরাস নিয়ে  অকারণে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে চীন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের ১৪৬তম অধিবেশনের উদ্বোধনী দিনে আলোচনার শীর্ষে ছিল করোনাভাইরাস ও ইবোলা। এই দুই রোগের সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে বিশ্ববাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন