গতকালের মতো আজ সোমবারও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। আজ শেয়ারবাজারের সব সূচক, টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। প্রায় ২ মাস পরে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন।
আজ ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৭ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স। অন্যান্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট শরিয়াহ সূচক ৮ পয়েন্ট, এবং সিডিএসইটি সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৩৫, ১৫৩৬ এবং ৯১৯ পয়েন্ট।
আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫০৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৪ কোটি ৬৭ লাখ টাকার।
ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিয়ারমের শেয়ার। আজ কোম্পানিটির লেনদেন হয়েছে ৪০ কোটি ৮৪ টাকার। লেনদেনে দ্বিতীয় স্থানে খুলনা পাওয়ারের ২৪ কোটি ৮১ লাখ টাকার এবং তৃতীয় স্থানে উঠে আসা সামিট পাওয়ারের ২০ কোটি ২৪ লাখ টাকার।
ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলো হল, গ্রামীণফোন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মা, বিবিএস কেবলস, এডিএন টেলিকম, রিংশাইন এবং এসএস স্টিল।
আনন্দবাজার/ টি এস পি