ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এখনো উদ্ধার হয়নি রিজার্ভ চুরির পুরো অর্থ

চার বছর পেরিয়ে গেলেও এখনো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হয়ে যাওয়া অর্থ আদায় সম্ভব মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। দেরি করে মামলা করলেও আইনজীবীরা আশাবাদী। তবে মামলার লড়াই দীর্ঘমেয়াদী।

তবে মামলায় বেশিরভাগ তথ্যপ্রমাণে এগিয়ে রয়েছে বাংলাদেশ। কিন্তু এই মামলা থেকে অর্থ উদ্ধার হবে না- এমন মত গবেষণা সংস্থা পিআরআইয়ের নির্বাহী পরিচালকের।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। তারপর শ্রীলংকা থেকে ২ কোটি এবং ফিলিপাইন থেকে দেড় কোটির কিছু বেশি ডলার ফেরত পায় বাংলাদেশ। বাকি অর্থ আদায়ে ফিলিপাইনের রিজাল ব্যাংকসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউইয়র্কের আদালতে গেল বছরের জানুয়ারিতে মামলা করেছিল বাংলাদেশ।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন