ঢাকা | বুধবার
২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার আনুমানিক দুপুর ১২টায় জাতির উদ্দেশে বিশেষ ভাষণ দেবেনতার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার মাধ্যমে, যাতে দেশের প্রতিটি প্রান্তে মানুষ সরাসরি শুনতে পারেনভাষণে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জাতির জন্য বেগম খালেদা জিয়ার অবদানতার মৃত্যুতে সৃষ্ট শোকের ব্যাপারে কথা বলবেন

বুধবার সকাল ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনের এক অধ্যায় আজ শেষ হলেও তার রাজনৈতিক এবং সামাজিক অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার শোকবার্তায় উল্লেখ করেছেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি শুধু একজন রাজনীতিবিদই নন, বরং দেশের গণতন্ত্র ও উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন।”

জাতির প্রতি তার ভাষণে প্রফেসর ইউনূস বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরবেন, যা দেশবাসীর জন্য শিক্ষণীয় ও অনুপ্রেরণার উৎস। ভাষণটি দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হবে, যা দেশবাসী সম্প্রচার মাধ্যমে সরাসরি শুনতে পারবে।

সংবাদটি শেয়ার করুন