ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও বাড়ল পেঁয়াজের দাম

পেঁয়াজের দামে যেন স্বস্তি নেই। ওঠা নামায় চলছে পেঁয়াজ বাজার। সপ্তাহখানেক আগে পেঁয়াজের দাম কিছুটা কমলেও রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম এখন কেজিতে বেড়েছে প্রায় ৫০ টাকা পর্যন্ত।

রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

গত বছরের শেষের দিকে ভারত রফতানি বন্ধ পেঁয়াজের রফতানি করায় এর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সর্বোচ্চ ২৫০ টাকায় পৌঁছে যায় পেঁয়াজের কেজি। তবে দেশি নতুন পেঁয়াজ বাজারে আসা পরপরই দাম কিছুটা কমে। নতুন পেঁয়াজের কেজি ১০০ টাকা মধ্যে চলে আসে।

কিন্তু ডিসেম্বরের মাঝামাঝিতে হঠাৎ করেই দেশি নতুন পেঁয়াজ কেজি ১৮০ টাকায় উঠে যায়। পরে কয়েক দফায় দাম কমার পর চলতি মাসের প্রথমদিকে ভালো মানের দেশি পেঁয়াজের কেজি ১০০ টাকায় নামে। প্রায় দুই সপ্তাহ পেঁয়াজের দাম স্থির থাকার পর আজ সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়ে এখন দেশি পেঁয়াজ দাম ১৫০ টাকা।

পেঁয়াজের দামের বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী আলম বলেন, দাম বেশি হওয়ায় চাষিদের একটি অংশ নির্ধারিত সময়ের আগেই মুড়ি পেঁয়াজ তোলা শুরু করে। এ কারণে বাজারে এখন পেঁয়াজের সরবরাহ তুলনামূলক কম। ফলে দাম কমার বদলে এখন পেঁয়াজের দাম বাড়ছে। দেদারসে মুড়ি পেঁয়াজ তোলা না হলে এখন পেঁয়াজের দাম অনেক কম থাকতো।

এদিকে পেঁয়াজের দাম আবার বাড়ায় বিরক্তি প্রকাশ করছেন ক্রেতারা। সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে এমনটাই অভিযোগ ক্রেতাদের। বাজারে কার্যকর নজরদারি না থাকায় সিন্ডিকেট চক্র এভাবে দাম বাড়িয়ে যাচ্ছে।

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন