ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, চিকিৎসকদের দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসা প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলমান রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা তুলে ধরেন ডা. জাহিদ হোসেন।

তিনি বলেন, চিকিৎসকরা তার শারীরিক উন্নতি নিয়ে আশাবাদী এবং ধীরে ধীরে তিনি সুস্থতার দিকে এগোচ্ছেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে একাধিক জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন