আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে। এই পরিস্থিতিতে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী এবং অন্যান্য অংশীজনদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ব্রিফিংটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ব্রিফিংয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের ভূমিকা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা তথ্য পাবেন। এছাড়া, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরিতে সরকার যে অঙ্গীকার দিচ্ছে, সেটিও এখানে তুলে ধরা হতে পারে।
ঢাকার এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ব্রিফিংয়ে আসন্ন নির্বাচনের রোডম্যাপ, নির্বাচন কমিশনের কার্যক্রম ও দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কেও আলোচনা হবে। বিশেষভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কের উত্তেজনা এবং তা নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব কিভাবে ফেলতে পারে, সেই বিষয়ও আলোচনার অংশ হবে।
এর আগে গতকাল, ঢাকায় ‘জুলাই ঐক্য’ মোর্চা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করায় নিরাপত্তার কারণে যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা কেন্দ্র দুপুর ২টা থেকে বন্ধ রাখা হয়। ঠিক দুই ঘণ্টা আগে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর আগে গত রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল।




