কমছেই না রাজস্ব আদায়ে ঘাটতি বরং ক্রমাগত ভাবে বেড়ে চলেছে এর পরিমাণ। চলতি অর্থবছরের ৫ মাসে (জুলাই-নভেম্বর) যেখানে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে ঘাটতি ছিল ২৬ হাজার ৮৭৫ কোটি টাকা। সেখানে মাস ঘুরতেই চার হাজার ৬৩২ কোটি টাকা বেড়ে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৫০৭ কোটি টাকায়।
চলতি ২০১৯-২০২০ অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তিন লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা। কিন্তু ছয় মাসে রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে এক লাখ ৫১ হাজার ৬১ কোটি টাকা। কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী আদায় করার টার্গেট ছিল এক লাখ ৩৬ হাজার ৬৬৮ কোটি টাকা।
সবচেয়ে শোচনীয় অবস্থায় রয়েছে আমদানি ও রফতানি খাতের রাজস্ব আদায়। এ খাতে গত অর্থবছরের একই সময়ের তুলনায় মাত্র ১ দশমিক ৯৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ছয় মাসে এ খাত থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য ৪৪ হাজার ৫৯৭ কোটি টাকা থাকলেও আদায় করা সম্ভব হয়েছে ৩১ হাজার ৪২৩ কোটি টাকা।
স্থানীয় পর্যায়ে ছয় মাসে মূসক (ভ্যাট) আদায় করার কথা ছিল ৫১ হাজার ৯৯৬ কোটি টাকা। কিন্তু ছয় মাসে প্রকৃত আদায় হয়েছে ৪১ হাজার ৯০ কোটি টাকা। ঘাটতি ১০ হাজার ৯০৫ কোটি টাকা। আয়কর ও ভ্রমণকর খাতে ছয় মাসের আদায় টার্গেট ৪০ হাজার ৭৫ কোটি টাকা থাকলেও আদায় হয়েছে ৩২ হাজার ৬৪৬ কোটি টাকা।
আনন্দবাজার/ডব্লিউ এস