একদিন উত্থান আর অপরদিন পতন এটিই যেন পুঁজিবাজারের দৈনন্দিন চিত্র হয়ে দাড়িয়েছে। রবিবার উত্থানের পর সোমবার পতন এবং মঙ্গলবার উত্থান হলেও বুধবার (২৯ জানুয়ারি) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আবারও পতনের মধ্যে দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন।
এ দিন দুই শেয়ারবাজারেরই সব সূচক কমেছে। একইসাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০২৯, ১৫২৬ এবং ৯১১ পয়েন্ট।
অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৬৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৩টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। আজ সিএসইতে ৩৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আনন্দবাজার/এফআইবি