অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে সরকারের বহুল প্রতিক্ষিত সিঙ্গেল ডিজিট সুদহার আইন। সরকারের আইন অনুসারে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ছয় শতাংশের বেশি সুদে আমানত গ্রহণ করবে না কোনো ব্যাংক।
শুধু মাত্র মেয়াদী স্কিম ছাড়া সব ধরনের আমানতের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে। কিন্ত যেসব আমানতের মেয়াদ শেষ হবে, সেগুলোর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও এ সিদ্ধান্ত কার্যকর হবে।
মঙ্গলবার রাতে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) বৈঠকে এসব বিষয়ে একমত হন। রাজধানীর গুলশানে ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে ওই বৈঠকে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এফআইবি