ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে করোনাভাইরাসের কারণে কর্মী সরাচ্ছে গাড়ি নির্মাতাগুলো

এক মাসেরও কম সময়ে চীনা মূল ভূখণ্ডকে বিপর্যস্ত করে ফেলেছে করোনাভাইরাসের সংক্রমণ। এ পরিস্থিতিতে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটি থেকে গাড়ি নির্মাতা কোম্পানিগুলো কর্মী সরিয়ে নিতে শুরু করেছে। এমনকি কোম্পানিগুলো দেশটিতে ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দেয়ার বিষয়েও বিবেচনা করছে। ফলে বৈশ্বিক গাড়ি উৎপাদনের পাশাপাশি চীনের অর্থনীতি আরো ক্ষতিগ্রস্ত হবে। খবর সিএনবিসি।

ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বের প্রধান গাড়ি নির্মাতা কোম্পানিগুলো চীনে ভ্রমণ সীমাবদ্ধ করেছে। চীনে গাড়ি নির্মাতা কোম্পানিগুলো চান্দ্র নববর্ষ উপলক্ষে ম্যানুফ্যাকচারিং সাময়িকভাবে বন্ধ রেখেছিল। তবে স্বাভাবিক কার্যক্রম শুরুর কথা চলতি সপ্তাহেই। কিন্তু করোনা ভাইরাসের কারণে দেশটিতে আন্তর্জাতিক গাড়ি নির্মাতা কোম্পানিগুলো কারখানা বন্ধের মেয়াদ আরো বাড়ানোর কথা বিবেচনা করছে।

চীনে কোনো কর্মী না থাকলেও সোমবার জাপানের এক গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা মোটর দেশটিতে ভ্রমণ নিষিদ্ধ করেছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি মার্কিন, ইউরোপীয় ও অন্যান্য আন্তর্জাতিক গাড়ি নির্মাতা কোম্পানির কতজন কর্মী চীন থেকে সরিয়ে নেয়া হচ্ছে।

চীন ভ্রমণের ক্ষেত্রে জিএম সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনে নির্দেশ দিয়েছে কর্মীদের। ফোর্ড মোটর, ফক্সওয়াগন, ফিয়াট ক্রাইসলার ও আমেরিকাও একই পদক্ষেপ গ্রহণ করেছে।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন