ঢাকা | সোমবার
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় চীনে বেড়েই চলেছে মৃতের সংখা

চীনে করোনাভাইরাস এ আক্রান্ত মানুষের সংখা বেড়েই চলেছে। সেই সাথে বেড়েছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত ১৩২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার। দেশটির ন্যাশনাল হেল্থ কমিশন এই তথ্য জানিয়েছে ।

চীনের গণমাধ্যম সিনহুয়ায় এক বিশেষজ্ঞের বরাতে জানানো হয়েছে, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ আকার ধারণ করতে পারে। চীন ছাড়াও এ ভাইরাসে ১৮টি দেশের ৭৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : তামাক ছেড়ে তরমুজ চাষেই আগ্রহী কৃষকরা

জানা গেছে,  প্রথমবারের মতো বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ার মেলবোর্নে গবেষণাগারে করোনাভাইরাস তৈরি করতে সক্ষম হয়েছেন । একে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন তারা।

চীনের বিভিন্ন শহর ছাড়াও থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন