ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চীনে আটকা পড়া বাংলাদেশিরা ফিরতে পারবেন ১৪ দিন পর

চীন করোনা ভাইরাসের কারণে আটকে পড়া  বাংলাদেশিরা আরও ১৪ দিন পর দেশে ফিরতে পারবেন। এই ১৪ দিন সময়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধের জন্য উহানে কাউকে প্রবেশ করতে দেবে না স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে ঢাকাকে এই তথ্য জানানো হয়েছে।

কূটনীতিক সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণের ছড়ানোর পর প্রথমবারের মত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বসে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে চীনের হুবেইয়ের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করে তারা।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, বেইজিংকে চিঠি দিয়েছে ঢাকা। চিঠিতে বাংলাদেশিদের ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। এজন্য সরকার প্রস্তুতিও নিয়েছে ।  সোমবার বিকেলে সাংবাদিকদের এসব জানান।

সোমবার মন্ত্রিসভার বৈঠকেও করোনাভাইরাসের কারণে চীনে আটকে পড়া বাংলাদেশের নাগরিকদের সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পরিস্থিতি উত্তরণে করণীয় সকল ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন।

আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন