আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এই প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স–২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ নির্বাচন জাতির কাছে একটি গৌরবময় ঘটনার স্মারক হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।
সমাপনী অনুষ্ঠানে তিনি ন্যাশনাল ডিফেন্স কোর্স–২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স–২০২৫–এর সব অংশগ্রহণকারীকে সফলভাবে কোর্স সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। তার মতে, বছরজুড়ে নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত এই জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতিনির্ধারণ এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, নিরাপত্তা ও উন্নয়নকেন্দ্রিক উচ্চতর অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ এখন একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে সুপ্রতিষ্ঠিত।
চলতি বছরে ন্যাশনাল ডিফেন্স কোর্স–২০২৫-এ মোট ৯৬ জন অংশ নেন। এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন সদস্য ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মোট ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স–২০২৫ সম্পন্ন করেছেন।




