ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিগগিরই দেশে ফিরবেন তারেক জিয়া’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি এই তথ্য নিশ্চিত করেন। মির্জা ফখরুল জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যদি কোনো পরিবর্তন না আসে, তবে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। তার বর্তমান শারীরিক অবস্থা যদি একইরকম থাকে, তবে তারেক রহমান দেশে ফিরতে পারেন।”

এর আগে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তিনি আশ্বস্ত করেন, “তারেক রহমান যদি দেশে ফেরার জন্য ট্রাভেল পাস চান, তাহলে তা ইস্যু করা হবে। সরকার তাকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।”

বর্তমানে গুরুতর অসুস্থ খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ফুসফুসের সংক্রমণ (ইনফেকশন) সহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন এবং বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়ায় সহায়তা এবং নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার জন্য হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সেখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি না হয়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আরও জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। তবে, এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তটি তাঁর পরিবার ও দলের পক্ষ থেকে নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন