চীনে ৮০ জন মানুষের করোনা ভাইরাসে মৃত হয়েছে। দেশটিতে এই ভাইরাসে প্রায় ৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।
দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেই প্রদেশের মানুষের মৃতর সংখ্যা ৫৬ থেকে বেড়ে ৭৬ হয়েছে। বাকি অন্যত্র যায়গায় মারা গেছে ৪ জন।
দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যমে জানান হয়, চীনে ২ হাজার ৭৪৪ জন সংক্রমিত হয়েছে করোনা ভাইরাসে। তবে তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছে তিন শতাধিক মানুষ।
ন্যাশনাল হেলথ কমিশন থেকে প্রকাশিত এক তথ্য থেকে যানা যায়, চীনে আগের থেকে আরও বেশি মানুষ সংক্রমিত হচ্ছে করোনা ভাইরাসে । এই ভাইরাসের বিস্তার আরও বাড়তে পারে বলে মনে করেন তারা।
করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর। শহরটির স্বাভাবিক জীবনযাত্রায় ছেদ পড়েছে। ভাইরাসটির দ্রুত বিস্তারের কারণে উহান শহর অবরুদ্ধ হয়ে পড়েছে। এমনকি দেশটির বেশ কয়েকটি শহরে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হুবেই প্রদেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণ, চিকিৎসা কার্যক্রম ও প্রতিরোধ লাখো চিকিৎসাকর্মী যোগ দিয়েছেন।
আনন্দবাজার/এস.কে