শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রাম পর্যায়েও উন্নয়ন করতে হবেঃ প্রধানমন্ত্রী

বাংলাদেশের উন্নয়ন বৃদ্ধিতে তৎপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগনের সুবিধার্তে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে সম্পন্ন উন্নয়নমূলক কাজ   করেছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‍শহরের পাশাপাশি গ্রাম পর্যায়েও উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন। গণভবন থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে  তিনি এ কথা বলেন। পাশাপাশি সারাদেশে রেল ব্রিজগুলো সংস্কারের নির্দেশ দেন এবং সবাইকে পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় ব্যাংকগুলোর কেনার প্রবণতায় বাড়তে পারে স্বর্ণের দাম

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাক্ষণবাড়িয়া তিতাস এবং মানিকগঞ্জের কালিগঙ্গা নদীর ওপর নির্মিত সেতু,খুলনা ওয়াসার বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট,নতুন কোচ প্রতিস্থাপন,চট্টগ্রাম ওয়াসার শেখ রাসেল পানি শোধনাগার,রেলপথ বর্ধিতকরণ,পল্লী সঞ্চয় ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবা পল্লী লেনদেন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন।

 আনন্দবাজার/এইচ.এস.কে 

আরও পড়ুনঃ  রিটার্ন জমার সময় বাড়ছে এক মাস

সংবাদটি শেয়ার করুন