ইতোমধ্যে ১১ টি দেশে ছড়িয়ে পড়েছে চীনের করোনা ভাইরাস। মালয়েশিয়া, জাপান, অস্টেলিয়া, তাইওয়ান, নেপাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম এবং ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন। দেশগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্র গতকাল তাদের দেশের দুই জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে। দেশটি আরও জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া দুই জনই কয়েকদিন আগে চীন থেকে এসেছে।
অস্ট্রেলিয়ায় ৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা যায়। নেপাল নিশ্চিত করেছে তাদের দেশের একজন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে।
এছাড়াও এই ভাইরাসে থাইল্যান্ডে ৬ জন, জাপানে ৩ জন, মালয়েশিয়ায় ৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৩ জন, সিঙ্গাপুরে ৪ জন, তাইওয়ানে ৩ জন, ভিয়েতনামে ২ জন, ফ্রান্সে ১জন, কানাডায় ১ জন আক্রান্ত হয়েছে।
অন্যদিকে চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। রবিবার এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আনন্দবাজার/এস.কে