আর কিছুদিন পরই আসছে বসন্ত, ভ্যালেন্টাইন ডে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই বিশেষ দিন গুলোর বাজার ধরতেই নানান ধরণের প্রস্তুতি নিচ্ছে যশোরের গদখালীর ফুল চাষিরা। ভালোমানের ফুল বাজারজাত করতেই এখন ব্যস্ত সময় পার করছে চাষিরা।
চাষিরা বলছে, সারা বছর বেচাবিক্রি ভালো না হওয়ায় এ দিবসগুলোকে ঘিরেই খরচ ওঠানোর অপেক্ষায় থাকেন তারা। এরপাশাপাশি ফুল বাজারের খারাপ অবস্থার জন্য প্লাস্টিকের ফুলকে দায়ী করেছেন ফুলচাষি সমিতির নেতারা।
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার ফুলচাষিরা প্রতি মৌসুমে ৭টি উৎসবকে ঘিরে মূলত বেচাকেনা করে থাকেন তারা। উৎসবগুলোর মধ্যে শুধুমাত্র স্বাধীনতা দিবস ও খ্রিষ্টীয় নববর্ষের বেচাকেনাই শেষ করেছেন তারা। আসন্ন বসন্ত, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ফুল বাজারে তোলার প্রস্তুতি চাষিরা শেষ করেছে ইতোমধ্যেই। তাই গদখালীর প্রতিটি মাঠে এখন শোভা পাচ্ছে গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিউলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্র মল্লিকাসহ নানান ধরণের ফুল।
ফুলচাষিরা আরও বলেন, সামনে অনুষ্ঠান, তাই আশা করছি ভালো ব্যবসা হবে। তবে এ বছর উৎপাদন ও দাম দুটোই কম হওয়ায় এখনও লাভের মুখ দেখেননি তারা।
বাজারের খারাপ অবস্থার জন্য প্লাস্টিকের ফুলকে দায়ী করে বাংলাদেশ ফ্লাওয়ারস সোসাইটির সভাপতি বলেন, ফুলের বাজার বিস্তৃত হচ্ছিল কিন্তু এটা এখন নেমে গেছে, কারণ প্লাস্টিকের ফুলের আমদানি করা যদি বন্ধ করা যায় তবেই ফুলের বাজার পুনরায় সম্প্রসারণ করা যাবে।
আনন্দবাজার/তাঅ