ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের সঙ্গে যা করা হয়েছে তা গণহত্যার শামিল : আইসিজে

রোহিঙ্গাদের সঙ্গে যা করা হয়েছে তা গণহত্যার শামিল বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার গাম্বিয়ার করা মামলার অন্তর্বর্তীকালীন আদেশে এই মন্তব্য করেন নেদারল্যান্ডসের হেগে ১৫ বিচারপতির সমন্বয়ে গঠিত প্যানেল।

এর আগে গত বছরের নভেম্বরে আইসিজেতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে মামলাটি দায়ের করেছিলো গাম্বিয়া। গাম্বিয়া মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পক্ষে মামলা করার এই পদক্ষেপ নেয়।

আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যা মামলার আদেশ আজ

পরবর্তীতে গত ১০ থেকে ১২ ডিসেম্বর আইসিজেতে এই মামলার শুনানি হয়। এতে অংশ নিয়েছিলেন গাম্বিয়া ও মিয়ানমারের আইনজীবীরা। শুনানি চলাকালে গাম্বিয়ার নেতৃত্বে ছিলেন দেশটির অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু। মিয়ানমারের নেতৃত্বে ছিলেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি।

মামলার আদেশে বলা হয়েছে, বেসামরিক রোহিঙ্গাদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছে মিয়ানমার। রাখাইনে রোহিঙ্গাদের ওপর চরম নির্যাতন চালানো হয়েছে এবং সেখানে মিয়ানমার সেনাবাহিনীর অবহেলা ছিলো।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন