ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে বসানো হয়েছে ২২তম স্প্যান

পদ্মা সেতুতে বসানো হয়েছে ২২ তম স্প্যান। মাওয়া ঘাটের সবচেয়ে কাছের ৫ ও ৬ নাম্বর পিলারের ওপর বসানো হয়েছে এই স্প্যান। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্প্যান বসানোর কাজ শেষ হয় সকাল ১১ টা ৩২ মিনিটে। আর এর পরেই সেতুর দৃশ্যমান হয় ৩. ৩০ কিলোমিটার। তবে সেতুর ৬.১৫ কিলোমিটারের মধ্যে এখন বাকি ২.৮৫ কিলোমিটার।

এই ব্যাপারে পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেনের মাধ্যমে স্প্যানটি সকাল নয়টার কিছু আগে রওনা হয় নির্ধারিত পিলারের ওপর স্প্যানটি বসানোর জন্য। এরপর ৮/১০ মিনিটের মধ্যেই ৫ এবং ৬ নম্বর পিলারের কাছে নিয়ে আসা হয় স্প্যানটি। চলতি মাসের ৩০ অথবা ৩১ তারিখে আরেকটি স্প্যান বসানো হতে পারে। তবে আগামীতে যে স্প্যানটি বসবে সেটি জাজিরা প্রান্তে বসতে পারে।

আরও পড়ুনঃ রোহিঙ্গা গণহত্যা মামলার আদেশ আজ

পদ্মা সেতু্র বিষয়ে মাওয়া অঞ্চলবাসীরা জানান, এই সেতু হলে এপার-ওপারের মানুষের যাতায়াতের জন্য একটি অভাবনীয় উন্নতি হবে। আমাদের এই অঞ্চলের মানুষের জন্য বলা যায় এটি একটি স্বপ্নের সেতু। আমাদের ভালো লাগছে সেই স্বপ্নকে একটু একটু করে বাস্তবায়ন হতে দেখে। একই সাথে কুয়াশা এবং বৃষ্টির কারণে অনেক সময় ফেরি চলাচল বাধাপ্রাপ্ত হয়। সেক্ষেত্রেও এই সেতুটি হয়ে গেলে আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে। আমরা ট্রেনে ভ্রমণ করতে পারব।

জানা গেছে, একই সাথে বেশিরভাগ পিলার প্রস্তুত হওয়ার ফলে চলতি বছর প্রতি মাসে তিনটি করে স্প্যান বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের জুলাই মাস নাগাদ সকল স্প্যান বসানো শেষ হয়ে যাবে এবং আগামী বছরের জুলাই মাস নাগাদ পদ্মা সেতুর ওপর দিয়ে যান চলাচল করবে বলে জানানো হয়।

আনন্দবাজার/এইচ.এস.কে

সংবাদটি শেয়ার করুন