ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঊর্ধ্বমুখী শেয়ার বাজার

দেশের শেয়ারবাজার ঊর্ধ্বমুখীতার দেখা পেয়েছে মূল্য কমার পরের কার্যদিবসেই। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটির মূল্য সূচক বেড়েছে সেই সাথে বেড়েছে লেনদেনও।

এর আগে গত মঙ্গলবার দুই বাজারেই পতন হয় সূচকের। টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর এই পতন। শেয়ারবাজার সংশ্লিষ্টদের মতামত বিনিয়োগকারীদের বিক্রির চাপেই এই দরপতন হয়। তবে আজ শেয়ারবাজারে ঊর্ধ্বমুখীতার আভাস পাওয়া যায় লেনদেনের শুরুতেই।

দিনভর ডিএসইতে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে লেনদেনে অংশ নেয়া ১৮৩টি প্রতিষ্ঠানের । কিন্তু বিপরীতে দাম কমেছে ১২৬টির। অপরদিকে দাম অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

আরও পড়ুনঃ পঞ্চম দিনে এসে সূচকে পতন

সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণ বেড়েছে ডিএসইতে । ডিএসইতে দিনভর লেনদেন হয়েছে ৪৩৮ কোটি ৪২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪০৬ কোটি ৮০ লাখ। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩১ কোটি ৬২ লাখ টাকা।

ডিএসইর প্রধান মূল্য সূচক  ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪০ পয়েন্টে উঠে এসেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার ফলে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আনন্দবাজার/এইচএসকে

 

সংবাদটি শেয়ার করুন