শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বরিশালে

প্রধানমন্ত্রী চান, দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বরিশাল বিভাগের মধ্যেই নির্মিত হোক। বেশ জোরেশোরেই এগিয়ে চলেছে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান নির্ধারণের কাজ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন মোট পাঁচটি স্থানের বিষয়ে প্রাক সমীক্ষা চলছে।

আনোয়ার হোসেন জানান, মোট পাঁচটি জায়গার বিষয়ে প্রতিবেশ, অর্থনৈতিক, পরিবেশ ও অন্যান্য সমীক্ষা করা হচ্ছে। সবগুলো স্থানই পটুয়াখালী,  বরগুনা ও বরিশাল অঞ্চলে।

তিনি আরও জানান, জমি রেডি করে রাখতে চাই আমরা। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে গেলে কাজটি শুরু করতে চাই। তখন আমাদের বেশ কিছু দক্ষ লোক কাজে লাগাতে পারব। যাদের পরিশ্রমের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আশা করছেন, যথা সময়েই উৎপাদনে আসতে সক্ষম হবে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার

সংবাদটি শেয়ার করুন