ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকায় নাম ছিল টিউলিপ সিদ্দিকের

রাজধানী ঢাকার একটি বিলাসবহুল ১০ তলা টাওয়ারের বাসিন্দা হিসেবে তালিকাভুক্ত ছিল টিউলিপ সিদ্দিকের নাম। এ সম্পত্তির নাম করণ তার পরিবারের নামে করা বলে জানতে পেরেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট মেম্বার (এমপি) টিউলিপ সিদ্দিক। তিনি দেশটির সাবেক দুর্নীতিবিরোধী মন্ত্রী। আর তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টিউলিপ সিদ্দিকের এ সম্পত্তির ব্যাপারে ঢাকার কর্মকর্তাদের ধারণা, ‘সিদ্দিকস’ নামে ঢাকার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি ২০১৪ সালে টিউলিপ সিদ্দিকের স্থায়ী ঠিকানা ছিল। যা ঢাকার গুলশানে অবস্থিত। ওই সময় টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন।

আদালতের নথি কিংবা বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঢাকার গুলশানের এ সম্পত্তি নিয়ে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক সংশ্লিষ্ট পাঁচটি সম্পত্তির খোঁজ মিলেছে।

তবে যুক্তরাজ্যের লেবার পার্টির সূত্র বলছে, বাংলাদেশে কোনো সম্পত্তি নেই টিউলিপ সিদ্দিকের। এ জন্য কোনো প্রশ্নের জবাব দেয়ার প্রয়োজন নেই। এদিকে প্রায় এক মাস আগেই দেশটির সিটি মিনিস্টারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন টিউলিপ সিদ্দিক। তবে এখনো নিজ নামের সম্পত্তিসংক্রান্ত ব্যাপারসহ বাংলাদেশে তার খালা শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে যোগসাজশ নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন।

টিউলিপি সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠার পর বিষয়টি নিয়ে দেশটির মন্ত্রিসভার সদস্যদের মানদণ্ডবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস এসব তদন্ত করেন। এ উপদেষ্টা তদন্তে দেখতে পান, শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে জড়িত এক ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাটটি উপহার পেয়েছেন টিউলিপ সিদ্দিক। আর উপহারের এই ফ্ল্যাট নিয়ে অসাবধানতাবশত জনগণকে বিভ্রান্ত করেছেন টিউলিপ সিদ্দিক। এ তদন্তের জন্য পদত্যাগ করতে বাধ্য করা হয় তাকে।

টিউলিপ সিদ্দিক অল্প সময়ের জন্য যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার দায়িত্বের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি ছিল। শেখ হাসিনা টিউলিপ সিদ্দিকের খালা। আর খালার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তির লন্ডনের সম্পত্তি ব্যবহার নিয়ে কয়েক সপ্তাহের প্রশ্নের পর নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত করার জন্য লাউরির প্রতি আহ্বান জানিয়েছিলেন টিউলিপ সিদ্দিক।

সংবাদটি শেয়ার করুন