ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চা উৎপাদনে বাংলাদেশের রেকর্ড

১৬৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ চা উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ চা শিল্প। ২০১৯ সালের চা উৎপাদন মৌসুমে ৯৬ দশমিক ০৭ মিলিয়ন কেজি (৯ কোটি ৭০ লাখ) চা উৎপাদন হয়েছে। যা কিনা লক্ষ্যমাত্রার চেয়ে এক কোটি ৬০ লাখ কেজি বেশি।

আজ সোমবার (২০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ চা বোর্ডের (বিটিবি) পক্ষ থেকে নতুন রেকর্ডের প্রতিবেদনে প্রকাশ করা হয়। বিটিবি জানায়, ২০১৮ সালের চা উৎপাদন মৌসুমে দেশে চা উৎপাদন হয়েছিল ৮২ দশমিক ১৩ মিলিয়ন কেজি। এর আগে সর্বোচ্চ ৮৫ দশমিক ০৫ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছিল ২০১৬ সালে।

বিটিবি উপ-পরিচালক মো. মুনির আহমদ বলেন, ২০১৯ সালে ৯৬ দশমিক ০৭ মিলিয়ন কেজি চা উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে আমরা কখনোই ৮৫ মিলিয়ন কেজির ওপর যেতে পারেনি।

তবে ২০১৯ সালে নভেম্বরে আমরা ৮৯.৬৫ মিলিয়ন কেজি উৎপাদন করতে সক্ষম হয়েছি।এখন আমরা চা রপ্তানিও করতে পারবো, আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি।

বাংলাদেশ চা বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, ২০১৯ সালে সর্বোচ্চ চা উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের চা-শিল্পে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের চেষ্টা করছে বাংলাদেশ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন