ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী মাসেই কমছে নিত্যপণ্যের দাম: বাণিজ্যমন্ত্রী

রবিবার বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উৎসবের উদযাপন সভায় প্রধান অ‌তি‌থি হিসেবে ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেখানে বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমে আসবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমরা চেষ্টা করছি রোজায় নিত্যপণ্যসহ পেঁয়াজের দাম সহনশীল রাখার। ভারতের আমদানি করা পেঁয়াজ দিতে চাইলেও তা আনার কোনো সুযোগ নেই। কারণ সরকারের পক্ষে ভারতের অকশানে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, এ বছরেই ভূরুঙ্গামারীতে বর্ডারহাট চালু করা হবে। বাণিজ্যের গুরুত্ব বিবেচনা করে এখানে সোনাহাট স্থলবন্দর চালু করা হয়েছে। এর উন্নয়নেও কাজ করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে। ইতোমধ্যে কুড়িগ্রাম এক্সপ্রেস চালু করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ একশত বছরে এখানে শিক্ষা গ্রহণ করেছেন অনেক শিক্ষার্থী। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন