ঢাকা | শনিবার
৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার থেকে আবারও কমবে তাপমাত্রা

মঙ্গলবার থেকে আরেক দফা কমে যেতে পারে তাপমাত্রা। গত কয়েকদিনের গরম কমে বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান।

আবদুর রহমান বলেন, ইতোমধ্যে মেঘের একটি প্রবাহ বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। তা আরও বিস্তৃত হয়ে ওই এলাকার কিছু কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামাতে পারে। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। আগামী মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা কমে শীত নামতে পারে।

এর আগে গত তিনদিন ধরে সারাদেশে তাপমাত্রা বেশ বৃদ্ধি পেয়েছিল। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া থাকতে পারে শুষ্ক। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারী কুয়াশা পড়ারও সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন