সবজির বাজারে স্বস্তি ফিরে আসলেও বেড়ে গেছে ডিমের দাম। শনিবার ১৮ জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজার ও মগবাজারের বাজার সহ বিভিন্ন বাজারে দিনের ব্যবধানে তারতম্য দেখা গেছে পণ্যের দামে।
রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে মাস খানেক আগেও ৩২-৩৪ টাকা হালি ডিম বিক্রি হয়েছে। মাস ঘুরতেই বাড়তে বাড়তে ডিমের দাম এখন ৩৮ টাকা হালি। এছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৫০ টাকা করে।
এদিকে ডিমের বাজারে আগুন লাগলেও নিভেছে সবজির বাজারের আগুন। সপ্তাহের শুরুতে বিভিন্ন সবজির দাম কমেছে কেজিতে ৫ থেকে ১০ টাকা করে। অপরিবর্তিত রয়েছে মাছ-মাংস এবং চাল-ডালের বাজার।
শনিবার প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৩০ থেকে ৬০ টাকা, নতুন আলু ৩০ থেকে ৩৫ টাকা, পুরনো আলু ৩৫ টাকা, পটল ৩০ থেকে ৫০ টাকা, ঝিঙে ৪০ থেকে ৫০ টাকা, করলা ৪০ থেকে ৪৫ টাকা, পেঁপে ১৫ থেকে ২৫ টাকা, গাজর ৩০ টাকা, টমেটো ৪০ থেকে ৪৫ টাকা এবং শসা ৪০ থেকে ৫০ টাকা।
আনন্দবাজার/ডব্লিউ এস