ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগাম আলু চাষে কৃষকের হাসি

বাজারে উঠে গেছে আগাম জাতের আলু। এই আগাম জাতের আলু চাষ করে লাভবান হচ্ছেন ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। আলু চাষ করে দাম ভালো পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।

কৃষকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও ঠাকুরগাঁওয়ে অনেক আলুর চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফলনও ভালো হয়েছে। এদিকে ধানের ন্যায্য মূল্য না পেয়ে বিভিন্ন সবজি চাষে ঝুঁকছে কৃষকেরা।

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের রতন পাল জানান, গত বছরের চেয়ে এ বছর আলুর দাম অনেক বেশি। তাই এবার আগাম আলু চাষে ভালো দাম পাচ্ছি। বালিয়া ইউনিয়নের আলুচাষি শহিদ চান জানান, ‘প্রতিবছর ৩০-৪০ বিঘা জমিতে আলু চাষ করি। এবার ৩০ বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করে খরচ হয়েছে ২৫-৩০ হাজার। যেখানে প্রতি বিঘা আলু বিক্রি আছে ৫০-৬০ হাজার টাকা।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্যমতে জানা যায়, চলতি বছর জেলায় আলু চাষ হয়েছে প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে। এরই মধ্যে আট হাজার হেক্টর জমিতে আগাম আলু চাষ হয়। তিনি আরও জানান, ঠাকুরগাঁওয়ের মাটি বেশ উর্বর তাই ফলন ভালো হয়েছে। ফলে চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে আলু।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন