ঢাকা | বৃহস্পতিবার
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের আশ্বাস মালয়েশিয়ার

অবশেষে বাংলাদেশ থেকে নতুন করে শ্রমিক নেওয়ার কথা ভাবছে মালয়েশিয়া। গত সপ্তাহে মালয়েশিয়া জানিয়েছে, তারা বাংলাদেশের সাথে শূন্য মূল্যে শ্রমিক নিয়োগের চুক্তি বিবেচনা করছে।

এই চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কোনো খরচ লাগবে না শ্রমিকদের। সেক্ষেত্রে শ্রমিক নিয়োগের সার্ভিস চার্জ, বিমান ভাড়া, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা, নিরাপত্তা ব্যয়সহ সকল ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এর পূর্বে অভিবাসী শ্রমিক পাঠানো এজেন্সি ও দালালদের দ্বারা অতিরিক্ত পারিশ্রমিক অর্থ নেয়া হচ্ছে, এমন উদ্বেগের কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো নিষিদ্ধ করেছিল মালয়েশিয়া।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন