ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি বছরে রপ্তানি কমে যাওয়ায় বন্ধ ৬৯ গার্মেন্টস

গার্মেন্টস খাত বাংলাদেশের অন্যতম আয়ের উৎস। কিন্তু বর্তমানে সেই খাত রয়েছে অনেক সংকটের মধ্যে। গতবছরের অর্থবছর থেকে চলতি বছরের প্রথম ছয় মাসে রপ্তানি কমে গেছে একেবারেই। আগের চেয়ে ৭ দশমিক ৬৪ শতাংশ রপ্তানি কমে গেছে।

এই ব্যাপারে ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক  বলেন, গত ছয় মাসে গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে ৬৯টি । অপরদিকে একই সময়ে নতুন করে ৫৩টি কারখানা চালু হয়েছে বলে তিনি জানান।  তিনি আরও বলেন,আমরা অনেকে না বুঝেই এ ব্যবসায় চলে এসেছি বা আসছি।

গার্মেন্টস খাত সংকটের ব্যাপারে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, গার্মেন্টস খাতের এ সংকট দীর্ঘস্থায়ী হবে না। তিনি গার্মেন্টস এবং এ খাতের এক্সেসরিজ খাতকে অভিন্ন হিসেবে দেখার ওপর জোর দেন। কারন গার্মেন্টস খাত না থাকলেও এক্সেসরিজও থাকবে না।

এ সময়ে তিনি আরও বলেন, পূর্বাচলে স্থায়ী বাণিজ্য মেলার কার্যক্রম আগামী মে মাস এর মধ্যে  সম্পন্ন হবে বলে জানিয়েছেন।  চলতি বছরের মাঝামাঝিতে মে মাসে পূর্বাচলে নিজস্ব স্থায়ী প্রদর্শনী কেন্দ্র পেয়ে যাবেন। পূর্বাচলে সুন্দর পরিসরে আগামী বছর থেকে  এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা যাবে।

আনন্দবাজার/এইচ.এস.কে

 

 

সংবাদটি শেয়ার করুন