ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স এলো ৪৬ হাজার কোটি টাকা

প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে অর্থ পাঠানোর পরিমাণ বাড়িয়েছে।  দেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেও বাড়ছে রেমিট্যান্স প্রবাহ।

২০১৯ এর শেষ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রায় ৫৪৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৬ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, চলতি অর্থবছরে বিগত ছয় মাসে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ৯৪০ কোটি ৩৪ লাখ ডলার। এর মধ্যে ৫৪৪ কোটি ৭৯ লাখ ডলার পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা প্রবাসীরা। যা মোট রেমিট্যান্সের প্রায় ৫৮ শতাংশ। এছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে রেমিট্যান্স এসেছে ৩৯৫ কোটি ৫৫ লাখ ডলার।

রেমিট্যান্স পাঠানোর দিক থেকে শীর্ষে থাকা ১০ দেশের মধ্যে পাঁচটি হলো মধ্যপ্রাচ্যের দেশ। এর মধ্যে গত ছয় মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। চলতি অর্থবছরে দেশটি থেকে ১৯৫ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা মোট রেমিট্যান্সের প্রায় ২১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, রেমিট্যান্স পাঠানোর দিক থেকে শীর্ষ ১০ দেশের মধ্যে অন্যান্য দেশগুলো হচ্ছে-  যুক্তরাষ্ট্র, কাতার, আরব আমিরাত, কুয়েত, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালি ও ওমান।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন