ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাহিদা বাড়ছে বাংলাদেশি পণ্যের

শুরু হয়েছে হোম টেক্সটাইল প্রদর্শনী। তবে প্রদর্শনীর শুরুটা খুব ভালই হয়েছে। এতে বিশ্বের ৬৫টি দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে প্রায় ২ হাজার ৯৫২ জন প্রদর্শকের নতুন নতুন উদ্ভাবন স্থান পায় প্রদর্শনীতে। তবে বাংলাদেশের পণ্যরও চাহিদা অনেক বেশি ছিল।

এই প্রদর্শনীতে থেকে বাংলাদেশকে এবার  অংশ নিয়েছিল প্রিমিয়ার ১৮৮৮, রিজেন্ট টেক্সটাইল,শাবাব ফেব্রিক্স,মমটেক্স এক্সপো,এসিএস টেক্সটাইল, অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং, নোমান টেরি টাওয়েলস,সাদ মুসা ফেব্রিক্স, টাওয়েল টেক্স ও যাবের অ্যান্ড যুবায়ের ফেব্রিক্স।

বাংলাদেশ টেরি টাওয়েল ও লিনেন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের পরিচালক মুহাম্মদ ইমরানুল এহসান বলেন, আমরা গত চার বছর ধরে  হেমটেক্সটিলে অংশ গ্রহন করছি এবং প্রতি বছরই এর ফলাফলে আমরা সন্তুষ্ট। আমরা আগামী বছরেও  এই প্রদর্শনীতে অংশ নেব ।

আনন্দবাজার/এইচ.এস.কে

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন