শেয়ারবাজারে ব্যাপক ভাবে দেখা দিয়েছে ক্রেতা সল্পতা। ক্রমাগত মূল্য কমিয়েও বিনিয়োগকারীরা বিক্রি করতে পারছে না তাদের শেয়ার। আর এতে দিনের পর দিন বেড়ে যাচ্ছে ক্রেতাদের ক্ষতির সম্ভাবনা।
বিশেষজ্ঞদের মতে শেয়ারবাজারের উপর কোন ভরসা নেই বিনিয়োগকারীদের। আর এই ভরসা হারানোর মুল কারণটাই হচ্ছে সঠিক নিয়ম এবং সঠিক দিক-নির্দেশনার অভাব। এক তথ্য অনুযায়ী দেখা যায় গত সোমবার ৩১৩ টি প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের মূল্য কমে গিয়েছে ঢাকা এক্সচেঞ্জে। কিন্তু এর পরেও এসব প্রতিষ্ঠানে তাদের শেয়ার বিক্রি করতে পারছেন না বিনিয়োগকারীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড পাবলিক পলিসি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান জানান,শেয়ারবাজারে এতটাই ক্ষতিগ্রস্থ হয়েছেন যে বিনিয়োগকারীরা বাজারের উপর আর ভরসা খুজে পাচ্ছেন না।
আনন্দবাজার/এইচ এস কে