ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উৎপাদন শুরু করেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পায়রা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার জাতীয় গ্রীডের সাথে সিনক্রোনাইজিং বা সংযুক্ত হয়ে প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট লোডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বিদ্যুৎ কেন্দ্রটি।

ক্রমাগত ভাবে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন এর পরিমাণ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আমদানি করা কয়লা দিয়ে চালিত ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বর্তমানে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হলো। ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট আজ চালু করা হয়েছিল। সেখান থেকেই এই ১০০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যোগ করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের তৈরি জাহাজ যাচ্ছে ভারতে

কয়লা ভিত্তিক পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য কোরিয়ার একটি কোম্পানির মাধ্যমে ৪০০ কেভি এবং চীনের একটি কোম্পানির মাধ্যমে ২৩০ কেভির লাইন নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ গোপালগঞ্জের সাবস্টেশনে সংযুক্ত হবে। সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে জাতীয় গ্রিডে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় প্রায় ১০০২ একর জমির উপর তৈরী করা হয়েছে কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি। এতে খরচ হবে সর্বমোট প্রায় ১২শ’ কোটি ডলার। এর আগে ২০১৫ সালের মার্চে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি তৈরির কাজ শুরু করেছিল বাংলাদেশ চায়না পাওয়ার জেনারেশন কোম্পানি।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন