ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১ মাসে এলাচের দাম বেড়েছে কেজিতে ৩ হাজার টাকা

গেল কয়েক মাস ধরেই পেঁয়াজের দাম পাহাড় সমান। তার সঙ্গে সঙ্গ দিতে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় আরও কিছু পণ্যের। আর সেই তালিকায় রয়েছে এলাচ, ভোজ্য তেল, মসুর ডাল ও চিনি।

গতকাল রবিবার রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, প্রতি কেজি এলাচ খুচরা পর্যায়ে সাড়ে ৫ থেকে ৬ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এক বছর আগেও তা বিক্রি হয়ে ছিল দেড় থেকে ২ হাজার টাকার মধ্যে। এই হিসেবে এক বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে প্রায় ৪ হাজার টাকা।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, এলাচ একটি বিদেশি পণ্য। আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বেড়েছে, যে কারণে ধাপ ধাপে এর সরবরাহ কমছে। আর এ জন্যই প্রতিদিন এলাচের দাম বাড়ছে।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, গত বছর এলাচের কেজি ছিল ১৫৫০-২০০০ টাকা। তবে এখন পণ্যটির দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬ হাজার টাকায়। অথচ গেল সপ্তাহে এর দাম ছিল সর্বোচ্চ ৪ হাজার ৬শ টাকা। আর গত মাসে দাম ছিল ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকার মধ্যে।

রাজধানীর কারওয়ান বাজারে মেসার্স উপহার স্টোরের পাইকারি বিক্রেতা দুলাল মিয়া জানান, আমেরিকার দেশ গুয়াতেমালা থেকে এলাচ পণ্যটি আসে। সেখানে এ বছর উৎপাদন কম হয়েছে, এ কারণে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। এ সবকিছু মিলিয়ে বাংলাদেশে পণ্যটির দাম বেড়েছে।

তিনি বলেন, পণ্যটির দাম প্রতিদিনই ২শ থেকে ১শ টাকা করে বাড়ছে। এর দাম কমবে বলে মনে হচ্ছে না। বরং আরো বাড়বে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন