মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আবুধাবি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি’ এবং অন্যান্য কর্মসূচিতে অংশ নিবেন।
রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-০২৭’ ভিভিআইপি ফ্লাইটে আবুধাবির উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেছেন।
ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত মোহম্মদ ইমরান।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতার পরে সুসজ্জিত মোটর শোভাযাত্রা নিয়ে প্রধানমন্ত্রীকে দুবাইয়ের শাংরি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে। ইউএই সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।
ইউএই-তে তিন দিনের সরকারি সফর শেষ করে প্রধানমন্ত্রী ১৪ জানুয়ারি দেশে ফিরবেন।
আনন্দবাজার/এফআইবি