ঢাকা | রবিবার
৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কমলো আকরিক লোহার দাম

কিছুদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল আকরিক লোহার দাম। এক পর্যায়ে তা সাপ্তাহিক ভিত্তিতে গত জানুয়ারির পর সর্বোচ্চ স্তরে উঠেছিল। অবশেষে সোমবার (২৭ নভেম্বর) গুরুত্বপূর্ণ ধাতুটির দর কমেছে।

বিশ্বের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আকরিক লোহার মূল্য বৃদ্ধিতে লাগাম টানতে চায় চীন সরকার। এজন্য বাজার তদারকি করার সতর্কবার্তা দিয়েছে বেইজিং। এরপরই কঠিন ধাতুটির দরপতন ঘটেছে।

গত শুক্রবার ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, লৌহ আকরিকের মজুত সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে বৃহৎ বন্দর অপারেটরদের সঙ্গে সাক্ষাৎ করেছে। পাশাপাশি মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ওপর জোর দিয়েছে তারা।

এই প্রেক্ষাপটে আলোচ্য কার্যদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার দাম কমেছে ১ দশমিক ৮ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর স্থির হয়েছে ১৩২ ডলারে। একই কর্মদিবসে দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্চে মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ২ শতাংশ।

মধ্য-আগস্টের পর যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। অবকাঠামো খাতে চীনা সরকার প্রণোদনা দেয়ার প্রত্যাশায় এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস গ্রুপ ইনকরপোরেশন জানিয়েছে, নতুন বছরে আকরিক লোহার বাজার আও ভারসাম্যপূর্ণ হতে পারে। এক্ষেত্রে কোনও ঝুঁকিও নেই। ২০২৪ সালের শুরুর দিকেই মেট্রিক টনপ্রতি দর নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ১৩০ ডলারে।

সংবাদটি শেয়ার করুন