বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হরতালের পর একদিন বিরতিতে ফের অবরোধ ডাকলো বিএনপি

হরতালের পর একদিন বিরতিতে ফের অবরোধ ডাকলো বিএনপি

হরতালের পর একদিন বিরতি দিয়ে আবারও অবরোধ ডেকেছে বিএনপি। আগামী বুধবার ভোর ৬টা থেকে দেশব্যাপী এ সর্বাত্মক অবরোধ ডাকে বিএনপি।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, ২২ ও ২৩ নভেম্বর ২০২৩ যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার ৬ষ্ঠ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী।

উল্লেখ্য, বিএনপি ও তাদের মিত্ররা ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করে।

সবশেষ রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে দলটি, যা আজ মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  দেশে নারী হত্যার ঘটনা অধিকাংশই স্বামীর হাতে

সংবাদটি শেয়ার করুন