ঢাকা | সোমবার
১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাকরাইলে থেমে থেমে চলছে সংঘর্ষ, টহলে বিজিবি

কাকরাইলে থেমে থেমে চলছে সংঘর্ষ, টহলে বিজিবি

রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ থেমে থেমে চলছে। শনিবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনের ভেতর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিএনপি নেতারা। পরে পুলিশের জলকামান গাড়ি থেকে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়।

এদিকে সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা কাকরাইল থেকে একটু পিছু হটে নাইটেঙ্গেল মোড়ের দিকে অবস্থান নিয়েছেন। এছাড়া পুলিশ সদস্যরা সামনের দিকে এগিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের ভবনের সামনে থেকে দাঁড়িয়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করছেন।

অন্যদিকে, কাকরাইলে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষের জেরে দুপুর ২টার দিকে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

উল্লেখ্য, শনিবার বেলা ১টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় বিএনপি কর্মীরা তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর এবং পুলিশ বক্সে আগুন দেন।

সংবাদটি শেয়ার করুন