ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ

পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ

টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের পঙ্খীমূড়া এলাকায় সড়কের ওপর পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

আজ রোববার (২৭ আগস্ট) সকালে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মহালছড়ি-সিন্দুকছড়ি ও গুইমারা উপজেলা হয়ে সিন্দুকছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
তবে এই পাহাড় ধসে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

মহালছড়ি উপজেলার শিক্ষক মিল্টন চাকমা জানান, সকালে স্কুলে যাওয়ার বাসা থেকে বের হয়। হঠাৎ পঙ্খীমূড়া এলাকায় পাহাড় ধসে পড়ে সড়কের উপর। আর স্কুলে যেতে পারিনি।

সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা বলেন, পাহাড় ধসের পর থেকে সড়কটিতে যোগাযোগ বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে জানিয়েছি। দ্রæত মাটি সরিয়ে দেওয়া হলে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হবে।

এইদকে খাগড়াছড়িতে টানা ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন