ঢাকা | রবিবার
১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আজ থেকে বাজারে বন্ধ হচ্ছে খোলা সয়াবিন সরবরাহ

আজ থেকে বাজারে বন্ধ হচ্ছে খোলা সয়াবিন সরবরাহ

সরকারি নির্দেশনা মেনে অবশেষে আজ মঙ্গলবার (১ আগস্ট) থেকে বাজারে খোলা সয়াবিন তেল সরবরাহ বন্ধ করে দিচ্ছি আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠান। বাজারে প্যাকেট ও বোতলজাত অবস্থায় কেনাবেচা হবে এই ভোজ্যতেল।

নির্দেশনা কার্যকরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি করবে।

এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান জানিয়েছিলেন, বিক্রির সময় ওজনে কম দেয়া, ভেজাল বন্ধ এবং পুষ্টির মান বজায় রাখার লক্ষ্যে ১ আগস্ট থেকে খোলা সয়াবিন তেল বিক্রির অনুমতি দেয়া হবে না।

চলতি বছরের জানুয়ারি থেকেই খোলা সয়াবিন তেল বিক্রিতে নিষেধাজ্ঞা কার্যকরের কথা থাকলেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার কারণে তা পিছিয়ে যায়।

তবে আগস্টের শুরু থেকেই নিষেধাজ্ঞা কার্যকরে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সম্মত হয়েছে বলে জানিয়েছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক।

তিনি জানিয়েছিলেন, প্রাথমিকভাবে শুধু সয়াবিন তেলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ভোজ্যতেলের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা আসবে।

সংবাদটি শেয়ার করুন