ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রপ্তানি বাড়াতে প্রণোদনা দেবে সরকার

রপ্তানি খাতের পরিবেশগত, সামাজিক ও গুণগত মান বৃদ্ধির সক্ষমতা বাড়াতে চারটি খাতকে প্রণোদন দেবে সরকার। এ চার খাতের মোট ৬৫০টি কোম্পানি ৩ বছরে ৮৫ কোটি টাকা সরকারি অনুদান পাবে।

চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং হালকা প্রকৌশল পণ্যের চার খাতের উদ্যোক্তাদের এই অনুদান দেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের ই সি ফোর জে প্রকল্পের আওতায় হচ্ছে ইআরএফ, এর অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক।

বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন জানান, তিন পর্যায়ে এই প্রণোদনা পাবে প্রতিষ্ঠানগুলো। প্রথম পর্যায়ে সর্বোচ্চ অনুদান দেওয়া হবে পাঁচ হাজার ডলার। ২০০ প্রতিষ্ঠান এই অর্থ পাবে। দ্বিতীয় পর্যায়ে সর্বোচ্চ অনুদান দেওয়া হবে ৪০ হাজার ডলার। ২০০ প্রতিষ্ঠানকে এই অনুদান দেওয়া হবে। আর তৃতীয় পর্যায়ে সর্বোচ্চ অনুদান দেওয়া হবে দুই লাখ ডলার। ৫০টি প্রতিষ্ঠান এই সহায়তা পাবে।

রবিবার থেকেই প্রথম পর্যায়ের অনুদানের আবেদন শুরু হয়েছে। আর অপর দুই পর্যায়ের অনুদানের জন্য আবেদন শুরু হবে আগামী মার্চে।

চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং হালকা প্রকৌশল পণ্যের যে কোনো প্রতিষ্ঠান, যাদের ট্রেড লাইসেন্স আছে অথবা যারা কোম্পানি অথবা পার্টনারশিপ- সবাই এর জন্য আবেদন করতে পারবে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন