ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সবুজ কারখানা বেড়ে ১৯২

সবুজ কারখানা বেড়ে ১৯২

ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) বাংলাদেশের আরও তিনটি তৈরি পোশাক কারখানাকে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে দেশের পোশাক খাতের মোট পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১৯২।

আজ মঙ্গলবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএ জানিয়েছে, বাংলাদেশের তৈরি পোশাক খাতে এখন লিড সনদ পাওয়া কারখানার সংখ্যা ১৯২টি। যার মধ্যে ৬৮টি কারখানাই লিড প্লাটিনাম সনদভুক্ত। বর্তমানের বিশ্বের শীর্ষ ১০ কারখানার ৮টিই বাংলাদেশে। আর শীর্ষ ১০০ পরিবেশবান্ধব কারখানার ৫৩টিই বাংলাদেশে অবস্থিত।

নতুন সবুজ কারখানার সনদ পাওয়া কারখানা তিনটির মধ্য- এনার্জিপ্যাক ফ্যাশনস এক্সটেনশন প্রোজেক্ট ৮৫ পয়েন্ট নিয়ে প্লাটিনাম রেটিং পেয়েছে। পাশাপাশি ৮২ পয়েন্ট নিয়ে পি.এন. কম্পোসিট লিমিটেডও প্লাটিনাম রেটিং পেয়েছে। আর ৬৮ পেয়েন্ট পেয়ে গোল্ড রেটিং পেয়েছে ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড।

সর্বশেষ তথ্য বলছে, ১৯২টি পোশাক ও বস্ত্র খাতের কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ৬৮টি কারখানা, লিড গোল্ড ১১০টি, সিলভার ১০টি ও সার্টিফায়েড ৪টি।

ইউএসজিবিসি তথ্যমতে, বর্তমানে শীর্ষ ১০টির ৮টিসহ বিশ্বসেরা ১০০টি কারখানার মধ্যে ৫৩টিরই মালিক বাংলাদেশ। অথচ সর্বোচ্চ পোশাক রফতানিকারক ও দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীনে রয়েছে মাত্র ১০টি। তালিকায় ৯টি কারখানা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। এ ছাড়া শ্রীলঙ্কা আর ভারতে রয়েছে ৬টি করে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন