ঢাকা | বৃহস্পতিবার
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনিয়োগকারীদের স্বস্তি

বিনিয়োগকারীদের স্বস্তি

ক্রেতার চাপে পুঁজিবাজারে উত্থান

লেনদেন

  • বিক্রেতার চেয়ে ক্রেতা বেশি
  • ডিএসইতে ৬শ কোটি টাকা
  • সিএসইতে ২০ কোটি
  • বেশির ভাগ শেয়ার দর অপরিবর্তিত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মঙ্গলবার প্রধান সূচক (ডিএসইএক্স ও সিএএসপিআই) উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেন পরিমাণ দুই স্টকে বেড়েছে। লেনদেন বেড়ে ডিএসইতে ৬শ কোটি টাকার ঘরে এসেছে। সিএসইতে ২০ কোটি টাকার ঘরে। উভয় স্টকে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। বিক্রেতার চেয়ে ক্রেতার চাপ বেশি।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ডিএসইতে ৬২৩ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৮ দশমিক ১৯ পয়েন্টে। ডিএসইএস সূচক ৫ দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯০ দশমিক ৩৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৩ দশমিক ৭২ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৬টি এবং কমেছে ২১টির। শেয়ার পরিবর্তন হয়নি ২৪৮টির। এদিন ডিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বেক্সিমকো ৭৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিং ৩৩ কোটি ২৩ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৩১ কোটি ৪৫ লাখ টাকা, ইন্ট্রাকো ২৮ কোটি ৫৭ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ২৫ কোটি টাকা, এডিএন টেলিকম ২২ কোটি ৬৬ লাখ টাকা, সী পার্ল বিচ ২১ কোটি ৫৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন ২০ কোটি টাকা, আমরা টেকনোলজি ১৫ কোটি ৬ লাখ টাকা এবং সোনালী পেপার ১৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে, সিএসইতে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ২০ কোটি ৬৬ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ১০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০টি, কমেছে ৩০টি এবং পরিবর্তন হয়নি ১২৮টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২০ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫৩ দশমিক ৭৫ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ১ দশমিক ২৯ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৪৩ দশমিক ৩৮ পয়েন্টে এবং ১৩ হাজার ৩০৫ দশমিক ৮৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ১১ দশমিক ৭৪ পয়েন্ট এবং সিএসআই সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৭৯ দশমিক ১৯ পয়েন্টে এবং ১ হাজার ১৯৪ দশমিক ২২ পয়েন্টে।

এদিন সিএসইতে ফরচুন সুজের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন  ফরচুন সুজ ৬ কোটি ৮২ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৪ কোটি ১ লাখ টাকা, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৫০ লাখ টাকা, বেক্সিমকো ১ কোটি ১৬ লাখ টাকা, জেএমআই হসপিটাল ৫৭ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৪১ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন কেবলস ৪০ লাখ টাকা, রুপালি লাইফ ইন্স্যুরেন্স ৩৭ লাখ টাকা এবং সেনা কল্যান ইন্স্যুরেন্স ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

সংবাদটি শেয়ার করুন